ওসমানীনগর উপজেলার মাওলানা আজম আলী ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে ৪০জন অসুস্থ, প্রতিবন্ধী এবং অস্বচ্ছলকে ৫শ টাকা করে মাসিক ভাতা (অনুদান) প্রদান করা হয়েছে। প্রয়াত মাওলানা আজম আলীর দুই ছেলে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী মাহফুজুল করিম ও মাসুদুল করিমের অর্থায়নে ট্রাস্টের নিয়মিত কর্মসূচির (নভেম্বর) অংশ হিসেবে এ বিতরণ অনুষ্ঠিত হয়। এছাড়াও চলতি মাসে খাদ্য, চিকিৎসা সহায়তাসহ আরও ৮৩হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১৩ নভেম্বর) স্থানীয় দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) গ্রামে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী সুলেমান খান, সেজন মিয়া সুজা, সামসুল ইসলাম হিরা প্রমুখ। সভাপতিত্ব করেন মাওলানা আজম আলী ব্রাদার্স এন্ড সিস্টার্স ওয়েলফেয়ার ট্রাস্টের উপদেষ্টা সদস্য আব্দুল মুকিত। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মাওলানা জহির উদ্দিন।