রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

লণ্ডনের কেনসিংটন গার্ডেন্স এলাকায় আর্মড পুলিশের গুলিতে নিহত ১জন



লণ্ডনের ব্যস্ত আবাসিক এলাকার একটি সড়কে একটি ব্যাংক এবং একটি বুকমেকারে অভিযান চালানোর পর এক অস্ত্রধারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, অস্ত্রহাতে এক ব্যক্তি ব্যাংক ও বুকমেকারে প্রবেশ করে শনিবার বিকেল ৩টার পর পরই। এ ঘটনা ঘটে কেনসিংটন গার্ডেন্স এলাকায়। পুলিশ দ্রুত সেখানে ছুটে যায়। এ সময় সেখানে পুলিশের কমপক্ষে ৫টি গাড়ি ও অন্য একটি গাড়ি দেখা যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রধারী ওই ব্যক্তিকে পিছু ধাওয়া করে। প্রায় ১৫ মিনিটে তার নাগাল পায় প্যালেস গেটে। এ সময় পুলিশ গুলি ছোড়ে। আহত হয় পলায়ণরত ওই ব্যক্তি।

প্যারামেডিকরা তাকে বাঁচানোর চেষ্টা সত্ত্বেও স্থানীয় সময় বিকাল ৪টার পর পরই তাকে মৃত ঘোষণা করা হয়। এই ব্যক্তিই ওই অস্ত্রধারী ছিল বলে পুলিশের সন্দেহ। তাকে গুলি করেছে আর্মড পুলিশ অফিসাররা।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তিনটি বিকট শব্দ শোনা গেল। অমনি দেখা গেল একজন ব্যক্তিকে সিপিআর পরীক্ষা করছে প্যারামেডিকরা। এ সময় ওই এলাকার ওপর দিয়ে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিচ্ছিল। একে পুলিশ তাৎক্ষণিকভাবে সন্ত্রাস বলে মনে করছে না। তবে লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!