এ উপলক্ষে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ১০টি মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ৫০জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ।
গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রিপনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজকর্মী ছহুল এ.মুনিম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র রায়, সাবেক প্রধান শিক্ষক জুবের আহমদ, গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল করিম, পাবলুল হক, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল মুহাইমিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আলম রাব্বী, শাহ শাহীমুন, আব্দুল বাছিত, ইসহাক আহমদ, আব্দুল্লাহ সামশি রাহিম, রিপন আহমদ, মাসুদুল হাসান নাঈম, মো. আব্দুল জলিল, ওমর হোসেন জামিল প্রমুখ।