রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ইউরোপে করোনা মহামারির ইতি ঘটতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা



ওমিক্রনের মধ্য দিয়ে ইউরোপে মহামারির ইতি ঘটতে পারে, বার্তা সংস্থা এএফপিকে এমনটাই বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুগ। তিনি বলেছেন, ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনা মহামারিকে নতুন একটি দশায় নিয়ে গেছে। এতে মনে হচ্ছে ইউরোপে এর ইতি ঘটতে যাচ্ছে। এ অঞ্চল এই মহামারির শেষ দিকে এগিয়ে যাচ্ছে- যা একটি সুখবর হতে পারে। তিনি আরো বলেন, মার্চের মধ্যে ইউরোপে শতকরা ৬০ ভাগ মানুষকে সংক্রমিত করতে পারে ওমিক্রন ভ্যারিয়েন্ট।

তিনি আরো বলেছেন, একবার যখন পুরো ইউরোপে ওমিক্রনের বর্তমান ঢেউ কমে যাবে, তখন কয়েক সপ্তাহ বা মাসের মধ্যে বৈশ্বিক রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকর থাকবে। সেটা হবে টিকার কারণে অথবা সংক্রমিত মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টির কারণে। ফলে এ মৌসুমে এর হার কমে যাবে। হ্যান্স ক্লুগের মতে, আমরা আশা করছি, বছর শেষে করোনা ফিরে আসার আগেই একটি ভাল অবস্থানে চলে যাবে। তবে মহামারি যে আবার আসবেই তেমনটা খুব অত্যাবশ্যক নয়।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!