বালাগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিসকাতুল ইসলাম চৌধুরীর রোগমুক্তি কামনায় দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের উদ্যোগে রোববার (৬ মার্চ) বাদ মাগরির স্থানীয় মোরার বাজার জামে মসজিদে এক দুয়া দোআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । পাশাপাশি মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও সাবেক এমপি ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সুরুজ আলী মেম্বার, নাজমুল আলম চেয়ারম্যান, আব্দুস সালাম, আব্দুল জলিল বেলাল, বাবরু মিয়া মেম্বার, আব্দুল আলম পিন্টু, শামীম আহমদ, শাহিন উদ্দিন, ইজলালুর রহমান ইজলাল, শাহিন আহমদ, মুহিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মো. ফয়জুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমদ, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার শিকদার, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক যুবদল নেতা আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সেলিম খান, মহিউদ্দিন তালুকদার মিলন, দেওয়ান বাজার ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস ছালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আফজাল হোসেন দারা, সহসভাপতি শিমুল আহমদ, সাধারন সম্পাদক তোফায়েল আহমদ, সহসাধারণ সম্পাদক হাসান আহমদ, যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন টিটু, যুবদল নেতা মাসুক মিয়া, বোয়ালজুড় ইউনিয়ন যুবদলের সভাপতি ছাদেক আহমদ, সাধারণ সম্পাদক মনজু মিয়া খালিছাদার, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ চৌধুরী, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহরিয়ার হোসেন খালেদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, বালাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক ফজলু মিয়া, পূর্বগৌরীপুর ইউনিয়ন যুবদল নেতা বাবলু মিয়া, পূর্বপৈলনপুর ইউনিয়ন যুবদল নেতা দুলাল মিয়া, মো. শাহিদুল ইসলাম প্রমুখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন- মোরারবাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল গফুর শরিষপুরী।
উল্লেখ্য, বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুলতানপুর নিবাসী ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ‘মিসকাতুল ইসলাম চৌধুরী বেশ কয়েক দিন যাবৎ নানারোগে ভোগছেন। বর্তমানে তিনি চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।