বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের এমপি পদ থেকে পদত্যাগের পরপরই পদত্যাগ করেছেন তার ঘনিষ্ট এক মিত্র। তিনি হলেন সেলবি অ্যান্ড আইনস্টির এমপি নাইজেল এডামস। কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে কিছু বলেননি। তিনি ছিলেন জসননের সরকারে দপ্তরবিহীন মন্ত্রী। এর ফলে কনজার্ভেটিভ দলের জন্য একটি তৃতীয় উপনির্বাচন ঘটিয়ে আসছে।
ওদিকে শুক্রবার পদত্যাগ করেছেন নাদিন ডোরিস। এ কথা লিখেছে অনলাইন বিবিসি। কোভিড -১৯ মহামারীকালে পার্টি করার অভিযোগ আছে জনসনের বিরুদ্ধে। তা নিয়ে কমন্স প্রিভিলেজেস কমিটি তদন্ত করছে।