বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে একঝাঁক তরুণের সুযোগ পাওয়ার পাশাপাশি দলে ফিরেছেন অভিজ্ঞ লেগস্পিনার রশিদ খান ও মুজিবুর রহমান এবং অলরাউন্ডার মোহাম্মদ নবী।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে বিশ্রাম দেয়া হয়েছিল দলের অভিজ্ঞ লেগ স্পিনার রশিদ খানকে। পিঠের চোটের কারণে জুনের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শুরুর দুই ম্যাচে দলে না থাকা রশিদ তৃতীয় ওয়ানডেতে খেললেও ৪ ওভারে ২১ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এরপর তাকে বিশ্রাম দেয়া হয়। আফগানদের টেস্ট দলে না থাকা মুজিবুর রহমান ও মোহাম্মদ নবী দলে জায়গা ধরে রেখেছেন অভিজ্ঞ কোটায়। রশিদ-মুজিব লেগস্পিনার জুটিকে বাংলাদেশের লিটন-শান্তরা কীভাবে সামলান সেটাই এখন দেখার বিষয়। অক্টোবরে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপকে সামনে রেখে অধিনায়ক হাশমতুল্লাহ শহীদির নেতৃত্বে দলের তরুণ সদস্যদের পরখ করে নিতে চান আফগান কোচ ল্যান্স ক্লুসনার।
আগামী ৫ই জুলাই চট্টগ্রামে হবে সিরিজের প্রথম ওয়ানডে। ৮ ও ১১ই জুলাই বাকি দুই ওয়ানডে হবে একই মাঠে। এরপর সিলেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দেশে ফিরবে আফগানিস্তান দল।
আফগানিস্তান ওয়ানডে স্কোয়াড:
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদুল্লাহ কামাল, ইকরাম আলীখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, জিয়া আকবর, ইজাহারুল হক নাভিদ, আবদুল রহমান, ওয়াফাদার মোমান্দ, সালিম শাফি ও সাঈদ আহমেদ।