আপনারা জানেন, স্মার্ট বাংলাদেশ’ বলতে স্মার্ট নাগরিক, সমাজ, অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলা হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের কার্যক্রম স্মার্ট পদ্ধতিতে রূপান্তর হবে। এ জন্য সরকারি ব্যবস্থাপনার আধুনিকায়নে দক্ষ ও স্বচ্ছ লোকের প্রয়োজন রয়েছে। তাই সুযোগ পেলে নিজের অর্জিত অভিজ্ঞতাকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। তিনি বুধবার (২৩ আগস্ট) দুপুরে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবে সভাপতি রজত চন্দ্র দাস ভুলন এবং পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন – জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মো. সুলায়মান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক দপ্তর সম্পাদক কাজী দুলাল আহমদ, ব্যাংকার ও ছড়াকার সব্য সাচী দেবরায়, মহানগর যুবলীগের সদস্য আপন পুরকায়স্থ, ব্যবসায়ী শাহ কয়েছ চৌধুরী, রুপক দেব এবং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি হুসাইন আহমদ, যুগ্মসম্পাদক আব্দুল কাদির, কোষাধ্যক্ষ এসএম হেলাল, সদস্য রাজীব আহমদ, জাকির হোসেন, তারেক আহমদ ও শিক্ষানবিশ সাংবাদিক আব্দুল্লাহ আল-আমিন।
মতবিনিময়কালে মোহাম্মদ মনির হোসাইন জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, জনগণের সেবায় তাঁর অতীতের উল্লেখযোগ্য কর্মকান্ড ও অর্জিত অভিজ্ঞতা তুলে ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন এবং সিলেট – ৩ আসনের সাংবাদিক সমাজসহ সকল শ্রেণি পেশার জনগণের দুয়া ও সহযোগীতা সহযোগিতা কামনা করেন।