শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক থাকছে না



আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা দেয়া হবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২২ জানুয়ারি) গণভবনে দলের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সন্ধ্যায় শুরু হওয়া সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সভায় জাতীয় নির্বাচনের পর্যালোচনা, উপজেলা নির্বাচন এবং দলীয় শৃঙ্খলার বিষয়ে আলোচনা হয় বলে বৈঠক সূত্র জানিয়েছে।

এবার দলীয় প্রতীক না থাকায় দলের যে কেউ স্বতন্ত্র প্রার্থীর মতো ভোট করতে পারবেন এবং দলের নেতাকর্মীরা যাঁর যাঁর পছন্দের প্রার্থীর পক্ষে ভোট ও করতে পারবেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!