সিলেট-৩ উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থনে বহির্বিশ্বে অবস্থানরত সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের এক বিশেষ ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ জুলাই) বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া এ ভার্চ্যুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
প্রধান অতিথির বক্তব্যে শফিউল আলম চৌধুরী নাদেল আসন্ন সিলেট – ৩ আসনের উপনির্বাচন নির্ধারিত সময়ে হবে বলে জানান। তিনি বলেন, আজ (গতকাল রোবার) মিটিংয়ে এ ব্যাপারে নির্বাচন কমিশন তাদের অবস্থানের কথা জানিয়েছেন। ইতোমধ্যে ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার প্রতিটি কেন্দ্রের জন্য পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে বলে ও তিনি জানান। বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তির মাধ্যমে সবাইকে কাজ করার আহ্বান জানিয়ে শফিউল আলম চৌধুরী নাদেল আরো বলেন, হাবিবুর রহমান হাবিব স্থানীয় পর্যায়ে দীর্ঘদিন যাবত পরিশ্রম, সততা ও দক্ষতার সহিত জনসাধারণের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংগ্রহণ করায় জনপ্রিয় হয়ে উঠেছেন। আপনারা যদি প্রবাস থেকেও চেষ্টা চালিয়ে যান ইনশা আল্লাহ নৌকার বিজয় নিশ্চিত হবে ।
বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, সিলেট – ৩ অতি গুরুত্বপূর্ণ আসন। এ আসনে আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর সফল নেতৃত্বে এলাকার অনেক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। অসমাপ্ত কাজ সমাপ্ত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাবিবুর রহমান হাবিবের প্রতি বিশ্বাস রেখেছেন। ইতোমধ্যে নেতাকর্মীরাও উৎসবমুখর ভাবে কাজ করছেন। আমার বিশ্বাস সকলের সহযোগীতা ও নিজের সততা, আত্মবিশ্বাস, নিরলস পরিশ্রমের ফলে হাবিব বিপুল ভাবে বিজয় অর্জন করবেন।
এছাড়া ভার্চ্যুয়াল এ প্রচারণা সভার একপর্যায়ে সংযুক্ত হয়ে সকলের অব্যাহত সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তৃতা করেন সিলেট – ৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিুর রহমান হাবিব।
ইঞ্জিনিয়ার আহাদ আহমদের পরিচালনায় ভার্চ্যুয়াল এ সভায় সভাপতিত্ব করেন নির্বাচন ক্যাম্পেইন কমিটি ইউকের আহ্বায়ক মকসুদ রহমান। সভাপতির বক্তব্যে মকসুদ রহমান নৌকার বিজয় নিশ্চিত করা পর্যন্ত সবাইকে স্বস্ব অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার অনুরুধ করেন। তিনি সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
এর আগে আলাচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন – বেলায়েত হোসেন খান, আব্দুল আলিম, রফিকুল আলম, দেলোয়ার হোসেন, তৌহিদ ফিতরাত হোসেন, ফরিদ আহমদ তারেক, শাহ জাহান সিকদার, দেওয়ান আলী হায়দার শাহীন, নাছির উদ্দিন, মিজানুর রহমান মীরু, সিরাজুল ইসলাম তছলু, তৌহিদ মুরাদ, শেখ নুরুল ইসলাম জিতু, রেজুয়ানুর রহমান, আমিনুল হক রাজু, সৈয়দ মতিউর রহমান শিমু, মান্না রয়, মুজাম্মিল হক, এম এ কুদ্দুছ, আমিনা আলী, আতিকুর রহমান, কাজল মিয়া ও আশরাফ আহমদ।