শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামের দিঘীওয়ালী বাড়িতে ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. আনছার আহমদ এবং আনহার মিয়ার অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল – চাল, ডাল, ছোলা, মরিচ, খেজুর, দুধ, সয়াবিন, লবণ, আলু, বাখর, হলুদ, চিনি ও পেঁয়াজ।
খাদ্যসামগ্রী বিতরণকালে – উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রবর্তক ও শালিসি ব্যক্তিত্ব হাজী মোহাম্মদ ইছকন্দর আলী, ট্রাস্ট্রি পরিবারের সদস্য হাজী মজিদ আলী, মো. ছমির আলী, আতাউর রহমান, সিহাব আহমদ এবং সাংবাদিক শাহ মো. হেলাল।