সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার



বালাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা সদরের স্লুইচ গেইট এলাকা থেকে একটি একনালা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়।

জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বালাগঞ্জ সুইচ গেইট এলাকার বড়ভাঙ্গা নদীর পাশে বালুর নিচ থেকে পলিথিনে মোড়ানো বন্দুক ও গুলি উদ্ধার করে যৌথ বাহিনী। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর ওসমানীনগর ক্যাম্পের দ্বায়িত্বে থাকা ক্যাপ্টেন মো. মুবীন।

এদিকে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ জানান, আজ যৌথবাহিনীর অভিযান হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনি প্রক্রিয়া শেষে বালাগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

এর আগে, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও স্থানীয় চাঁনপুর গ্রামের লাল মিয়ার পুত্র জুয়েল আহমদের বাড়িতেও অভিযান চালানো হয়। তবে সেখান থেকে কোনকিছু উদ্ধার হয়নি।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!