যুক্তরাজ্য থেকে প্রকাশিত প্রভাবশালী দ্বিভাষিক পত্রিকা সাপ্তাহিক সুরমা’র সম্পাদকীয় বোর্ডে আংশিক রদবদল আনা হয়েছে। পূর্ব লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
রদবদলের আওতায় চিফ রিপোর্টার হাসনাত আরিয়ান খানকে নির্বাহী সম্পাদক, হেড অব ডিজিটাল মিনহাজুল আলম মামুনকে ব্যবস্থাপনা সম্পাদক এবং ক্রাইম রিপোর্টার হাসান আল জাভেদকে প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
পত্রিকার প্রধান সম্পাদক ফরীদ আহমদ রেজা, সম্পাদক শামসুল আলম লিটন এবং বার্তা সম্পাদক আবদুল কাইয়ুম পূর্বের মতোই তাদের দায়িত্ব পালন করে যাবেন।
সভায় বিগত বছরগুলোর গৌরবময় ইতিহাস স্মরণ করে পাঠকের অব্যাহত আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও সত্যের পক্ষে আপসহীন অবস্থান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, সমাজের নানা অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাপ্তাহিক সুরমা যুক্তরাজ্যে একটি প্রগতিশীল ও নির্ভরযোগ্য গণমাধ্যম হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করেছে।