সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথমবারের মতো সরাসরি আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালু হয়েছে। আজ রোববার রাতে বেসামরিক বিমান চলাচল ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ফ্লাইটের উদ্বোধন করেন।
রাত ৮টায় ৬০ টন পণ্য নিয়ে গালিস্টেয়ার এভিয়েশনের একটি চার্টার্ড কার্গো উড়োজাহাজ স্পেনের উদ্দেশে সিলেট থেকে যাত্রা শুরু করে। এতে ঢাকার বাইরে প্রথম আন্তর্জাতিক মালবাহী ফ্লাইট পরিচালনাকারী বিমানবন্দর হলো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর।
এত দিন ভারতের পেট্রাপোল ও গেদে স্থলবন্দর ব্যবহার করে পণ্য রপ্তানি করা হতো। তবে ৮ এপ্রিল ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দিলে বিকল্প পথ হিসেবে সরকার সিলেট বিমানবন্দর ব্যবহার শুরু করে।
কার্গো ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস গ্রাউন্ড হ্যান্ডলিং ও কার্গো সেবা দিচ্ছে। আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র, এক্স-রে স্ক্যানার ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেক্সিকোয় বাংলাদেশের রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল আনসারী ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনসচিব নাসরীন জাহান। সভাপতিত্ব করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর। স্বাগত বক্তব্য দেন বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ বশিরউদ্দীন বলেন, ‘‘ট্রান্সশিপমেন্টের তুলনায় নিজস্ব কার্গো ফ্লাইটের মাধ্যমে পণ্য পরিবহন খরচ কমবে এবং রপ্তানি বাড়বে।’’