রবিবার, ২০ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মনিরুল ইসলামের মতবিনিময়



আবু জাফর : ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাচনে স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সমাজ সেবক, সাংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে বেশ পরিচিত মুখ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মনিরুল ইসলাম ভূঁইয়া (টিটু) গত বৃহস্পতিবার (১৪ মার্চ) কটালপুর বাজারে ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের অফিসে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

মতবিনিময় সভায় ‘উড়োজাহাজ মার্কা’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মনিরুল ইসলাম ভূঁইয়া (টিটু) বলেন– আমি এ এলাকার সন্তান হিসেবে সবার মতো আপনাদের উপর ও আমার দাবি আছে। এই দাবি হিসেবে বলছি আপনারা আমাকে সহযোগিতা করবেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন – একজন সমাজকর্মী হিসেবে এবং দায়িত্ববোধ থেকে আমাকে নির্বাচনে আসতে হয়েছে। বিগত দিনে যেভাবে মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতে ও মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ। আর এই পথচলায় আপনাদের নিরন্তর সাহায্য চাই।

ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রাজা সায়মন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সুমন মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সামসুদ্দিন আহমেদ, যুগ্ন সাধারন সম্পাদ মোঃ মুসা, কোষাধক্ষ সজিবুর রহমান সজিব, সদস্য কইকবাল আহমেদ লিমন, সদস্য জাফর হাম্মাদি, আফিয়া ভু্ইয়া, জাহানারা নাসিমা, দেওয়ান আব্দুুস শহীদ, মোঃ চান মিয়া, মোঃ আসাইদ আলী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!