
ছবি সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আজ (সোমবার) দুপুরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে দুপুর ১২টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। স্বীকৃত সাংবাদিকদের দুপুর ১২টায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রধান উপদেষ্টার প্রেস উইং যেসব ব্রিফিং আয়োজন করেছে, সেগুলোর বেশিরভাগই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি অথবা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’-য় অনুষ্ঠিত হয়েছে।
তবে এবারই প্রথমবারের মতো সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।





