বালাগঞ্জে আরডিআরএস বাংলাদেশ সূচনা প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পরিষদ ও স্থায়ী কমিটির পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১০জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান মো. আব্দুল মুনিমের সভাপতিত্বে ও গভর্নেন্স অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় – কর্মশালায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহন করেন, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মাখন মিয়া, বালাগঞ্জ তয়রুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলী আমজাদ ভূঞা, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক রজত চন্দ্র দাস ভুলন, সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুধেন্দু দাস অমল, সাবেক ফুটবলার আইনুর আহমদ রুমন, ইউপি সদস্য আব্দুশ শহীদ, সাবেক ইউপি সদস্যা দিলারা বেগম, শিক্ষিকা নিবেদিতা চক্রবর্ত্তী। উক্ত প্রশিক্ষণে স্থায়ী কমিটির ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।