বালাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৮ পালন করা হয়েছে। দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় “আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো”।
এ উপলক্ষ্যে ২২ অক্টোবর (সোমবার) র্যালি শেষে দুপুরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দাল মিয়া।
আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুুমন চন্দ্র দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আজগর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা প্রকৌশলী মীর আলী শাকির, পূর্বগৌরীপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, পশ্চিমগৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম মধু, বালাগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সুকোমল ভট্রাচার্য্য, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর খালিছাদার, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন, বালাগঞ্জ ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শাহাবুদ্দীন শাহীন, স্কাউট বিশাল দাস।
এদিকে, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রেফা বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ডক্টর আবুল কালাম আজাদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকীব ভুইয়া, শিক্ষক আলী আমজদ ভুইয়া, সাংবাদিক তারেক আহমদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
তাছাড়া উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে স্ব-স্ব উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়।