শুক্রবার, ৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে নিহত সুনামের মায়ের হাতে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের বীমাদাবীর চেক হস্তান্তর



সিলেটের ফেঞ্চুগঞ্জে আলোচিত সুনাম হত্যার প্রায় দুই মাস পর নিহত সুনামের মায়ের হাতে তাঁর মৃত্যুজনিত বীমাদাবীর চেক হস্তান্তর করা হয়েছে। চেক হস্তান্তর অনুষ্ঠানটি ১১ নভেম্বর (রবিবার) দুপুরে ফেঞ্চুগঞ্জে একটি কমিনিউটি সেন্টারে অনুষ্টিত হয়। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোং ফেঞ্চুগঞ্জ ব্রাঞ্চ ইনচার্জ মোস্তাফিজুর  রহমানের সভাপতিত্বে ও এনাম উদ্দিনের পরিচালনায় এ চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ফেঞ্চুগঞ্জ জোনের উদ্যোগে মরহুম সুনাম আহমদের মৃত্যুজনিত বীমাদাবীর চেক হস্তান্তর  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স কোং সহকারী ব্যবস্থাপনা পরিচলক এম এ মতিন বলেন, আমাদের কোম্পানির মুল লক্ষ্য হল সারা দেশের মানুষকে বীমার আওতায় নিয়ে আসা। এর মাধ্যমে সকল মানুষকে স্বাবলম্বী করে তোলা। তিনি সবাইকে একটি করে বীমা করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বীমা করা প্রত্যেকটি মানুষের জন্য প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাওলানা শামসুল হুদা জেইভিপি, প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স সিলেট জোন (২) মাওলানা হিলাল আহমদ এসভিপি সিলেট জোন, মো:ফারুক খন্দকার, রাসেল আহমদ শাহ, তাজুল ইসলাম বাবলু, মাওলানা শাহিন আহমদ, কেএম মিনহাজ  ও আব্দুস সামাদ প্রমুখ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন পাপ্পু, জুলহান চৌধুরী, ব্যবসায়ী মারুফ আহমদ, শামিম আহমদসহ নিহত সুনামের এলাকার অনেক নারী পুরুষ।

পরে প্রধান অতিথি নিহত সুনামের মায়ের হাতে বীমার চেক তুলে দেন। এর পর দোয়ার মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরঅান থেকে তেলাওয়াত করেন রুহেল অাহমদ ও ইসলামী সংগীত পরিবেশন করে আসনান উদ্দিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!