শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের  সম্মাননা প্রদান



জুলহান চৌধুরী : সিলেট বিভাগের সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী করদাতাদের সম্মাননা প্রদান করেছে কর অঞ্চল সিলেট। সোমবার (১২ নভেম্বর) দুপুরে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের ৪টি জেলার ১০ জন দীর্ঘ মেয়াদী করদাতা, ১৫ জন সর্বোচ্চ করদাতা, ৫ জন সর্বোচ্চ মহিলা করদাতা এবং ৫ জন সর্বোচ্চ তরুণ করদাতাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো. সিরাজুল ইসলাম। প্রধানঅতিথি তাঁর বক্তব্যে বলেন, আমি মনে করি করদাতারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আপনাদের টেক্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল হচ্ছে। আমাদের যে টেক্স কালেকশন হচ্ছে তা দিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো হচ্ছে। তিনি আরো বলেন,  আমরা এখন অর্থনীতির আলোক রশ্মি দেখতে পাচ্ছি। ৩৩ বছরে একটি দেশের টেক্স ২৬ গুন বেড়েছে। আরো ২৬ বছর টেক্স কালেকশন হলে মধ্যআয়ের ন্যায় উন্নত দেশে পৌছে যাব। টেক্সের প্রতি মানুষের যে ভয় ছিল তা কেটে গেছে। মানুষ এখন ব্যাপক হারে টেক্স দিচ্ছে। আগামীতে আরো বেশি লোক টেক্স দিবে বলে আশা রাখি।

কর কমিশনার আবু হান্নান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুগ্মকর কমিশনার শাহিন আহমদ চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ডা: মো সরওয়ারর্দী পরিচালাক স্বাস্থ্য সিলেট বিভাগ, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মো. মুনির, সদর উপজেলার চেয়ারম্যান আসফাক আহমদ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি খন্দকার শিপার আহমেদ, হাসিন আহমদ সভাপতি সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, এস কে গুলজার, মৃত্যুঞ্জয়ধর ভোলা এডভোকেট, মাহি উদ্দিন আহমদ সেলিম সাধারন সম্পাদক সিলেট জেলা ক্রীড়া সংস্থা, স্বর্ণলতা রায় সভাপতি উইমেন্স চেম্বার অব কমার্স। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শুরুতেপবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী বেলাল আহমদ।

অনুষ্ঠানে সম্মাননা পাওয়া করদাতাগণ সমাজে যারা কর দেয়ার যোগ্য সকলকেই সঠিক কর দিয়ে দেশের উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!