১৯৯৩ সালে প্রেসক্লাব প্রতিষ্ঠা লাভের পর সবার দাবি ছিল একটি নিজস্ব অফিসের। ২৫ বছর পর এই প্রতীক্ষার অবসান হয়েছে উদ্বোধনের মাধ্যমে।
এখন খুব সহজে কোন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান তাঁদের প্রেসকনফারেন্স অফিসেই করতে পারবেন। এর আগে সাপ্তাহিক জনমত পত্রিকার অফিসে ক্লাবের সকল কার্যক্রম পরিচালিত হতো।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় ব্যক্তব্য রাখেন ক্লাবের বর্তমান সহ-সভাপতি মাহবুবুর রহমান, ট্রেজারার আ. স. ম মাসুম,
প্রতিষ্ঠাতা সভাপতি ও সাপ্তাহিক নতুনদিন পত্রিকার প্রধান সম্পাদক মহিব চৌধুরী, সাবেক সভাপতি বেলাল আহমদ, নবাব উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাসন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, মোহম্মদ এমদাদুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য শেখ মোজাম্মেল হোসেন কামাল প্রমূখ।
জানা যায়, যত দ্রুত সম্ভব অফিস ক্রয়ের জন্য ব্যাংকে রাখা ফান্ড দিয়ে ব্রিটেনে ঘর ক্রয় করা হবে এবং সেখান থেকে আয়কৃত অর্থ প্রেসক্লাবের অফিসের কাজে ব্যয় করা হবে।
উল্লেখ্য বর্তমান কমিটির সভাপতি, সেক্রেটারিসহ কমিটির কার্যনির্বাহী সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান প্রেসক্লাবের সদস্যরা।