বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রীর সুস্থতা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কামনায় খায়রুন্নেছা মহিলা মাদ্রাসায় দোয়া মাহফিল



ছাত্রীর সুস্থতা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কামনায় বালাগঞ্জের শিওরখাল খায়রুন্নেছা দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদরাসায় এক আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (রোববার) দুপুরে মাদ্রাসা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার মুহতামিম মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক মাওলানা বুরহান উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – মাদ্রাসা পরিচালক, যুক্তরাজ্য প্রবাসী গোলাম মো. মুজাক্কির চৌধুরী হারুন মিয়া। বক্তৃতা করেন মাদ্রাসা শিক্ষক মাওলানা আব্দুল কাদির, মাওলানা সুফিয়ান খান, মাওলানা মশহুদ আহমদ, মো. আজিজুল হক, গহরপুর রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এসএম হেলাল, শিক্ষানুরাগী আশরাফ আলী প্রমুখ। সভায় বক্তারা এ ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষীদের তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!