বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন



বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার সম্পন্ন হয়েছে। আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে একাডেমি প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস। সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক-এর বালাগঞ্জ প্রতিনিধি মো. জিল্লুর রহমান জিলু, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য যুক্তরাজ্য প্রবাসী রুহুল আলম, ইউপি সদস্য সাহেলা বেগম, একাডেমি পরিচালনা কমিটির সদস্য নাসির উদ্দিন, শিক্ষানুরাগী খায়রুল ইসলাম, আব্দুল মুনিম লাকি, হাফিজ আব্দুল জলিল, গোলজার আহমদ জাকারিয়া, শাহ আলম, উবায়দুর রহমান রাজন, একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুবের আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৮ম শ্রেণির শিক্ষার্থী মুন্নি বেগম, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ৯ম শ্রেণির শিক্ষার্থী মাহিয়া আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন একাডেমির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী ও শাহ তাহমিনা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!