সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আদালতের রায়ের মাধ্যমে গত মার্চ মাসে নশিওরপুর গ্রামের আব্দুর রফিক গং প্রায় ৭০লাখ টাকার ভূমির দখল সমজে পান। এ দখলের সূত্র ধরে গত কয়েকদিন যাবত আব্দুর রফিক গং ওইসব ভূমি চাষাবাদ শুরু করেন। গতকাল শনিবার সকালে আব্দুর রফিক গং আদালতের রায়ে দখল বুঝে পাওয়া তাদের ভূমিতে চাষাবাদ করতে গেলে এ নিয়ে স্থানীয় আলাপুর গ্রামের ফারুক মিয়া গংদের সাথে তাদের সংঘর্ষ বাধে। এসময় ফারুক মিয়াসহ তার সাথে থাকা লোকজনের হামলায় আব্দুর রফিকের ছেলেসহ তাদের পক্ষের কমপক্ষে ৯জন লোক আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। এ বিষয়ে পরস্পর বিরোধী মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আহত আব্দুর রফিকের পরিবারের লোকজন ও নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, আব্দুর রফিক গং আদালতের রায়ে পাওয়া তাদের ভূমিতে চাষাবাদ করতে গেলে আলাপুর গ্রামের ফারুক মিয়া গং তাদের ওপর হামলা করেছে। এ ঘটনায় তাদের ৯/১০ লোক গুরুতর আহত হয়েছেন।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান এ বিষয়ে সতত্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আলাপুর গ্রামের ফারুক মিয়াসহ অন্যরা আব্দুর রফিক এবং তার লোকদের ওপর হামলা চালিয়ে। পুলিশ এলাকায় অবস্থায় করছে। যারা এ বেআইনী ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।