রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়া আনজুমানে আল ইসলাহর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন



গত ১২ জুন (বুধবার) সন্ধ্যা ৮.০০ ঘঠিকার সময় স্থানীয় রেস্টুরেন্ট রসনা বিলাস বুকিত বিনতাং কুয়ালালামপুরে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মালয়েশিয়া শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন সুইট এর সভাপতিত্বে সহ-সভাপতি আবদুস সলাম শিবলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্য রাখেন, আনজুমানে আল ইসলাহর আরব আমিরাতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কারী নিজামুল ইসলাম।

সভায় অন্যানদের মধ‌্যে বক্তব্য রাখেন – মালেশিয়া আল ইসলাহর সহ সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক, মুহিবুর রহমান সুহেল, সহ সাধারণ সম্পাদক রেজাউল হক সাজু, সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, সদস্য আহমেদ মাজিদ, প্রচার সম্পাদক সাইদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল আওয়াল শিমু, সদস্য জাহিদ হাসান, আবদুর রহিম, উজ্জল হোসেন প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃবিলাল আহমদ ও শানে ফুলতলী পরিবেশন করেন আহমেদ মজিদ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মালয়েশিয়া শাখার সকল নেতা কর্মী এক যুগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!