মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

কবিতা

উর্বর যৌবন ।। আবু সুফিয়ান খান



উর্বর যৌবন খুলে রেখেছে প্রান্তর জুড়ে
চেটেপুটে লুটে নেয় ঝড়-বৃষ্টি-রোদ্দুরে
হাওর-বাওর নাইওর যায় পড়ে থাকে ফসলী মাঠ
তার সাথে নিশি যাপন করে পায় পঞ্চমী পাঠ।

একটি ফসলদানা কেঁদে বলে এতিম হয়েছি মুঘলে
আসে নাই সিপাহশালা, ফেলে গেছে সুকৌশলে
এই সুরমাজলে হাসন রাজার দেশে প্রেম আখ্যানে
শাহ্ আব্দুল করিমের ফুলের ঘ্রাণ ভরাট প্রাণে প্রাণে।

রাধারমন কাইন্দা গেছে এখন কান্দে রইস রহমান
মালে মালে লড়াই করে জিতে আনে গীত ও গান
দেশ-বিদেশ প্রবাস খন্দ সবখানে বাংলার বর্ণন
বিশ্বজুড়ে প্রকাশ পাক সুনামগঞ্জের উর্বর যৌবন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন