বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালাগঞ্জ উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ আগষ্ট) উপজেলার এম এ খান অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভারতের সহকারী হাইকমিশনারসহ সিলেট বিভাগের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় অনুষ্ঠানটি বিভাগীয় মিলন মেলায় রূপান্তরিত ছিল।
বালাগঞ্জ উপজেলা হিন্দুমহাজোটের সভাপতি সত্রাজিৎ দেব কৃষ্ণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন দাস লিংকনের পরিচালনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের সহকারী হাই কমিশনার শ্রী এল কৃষ্ণমূর্তি।
বিপুল উপস্থিতির এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন – হিন্দু মহাজোটের কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামানিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি ছিলেন – প্রধান সমন্বয় কারী বিজয় কৃষ্ণ ভট্রাচার্য্য, সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় সমন্বয়কারী এডভোকেট মিলন ভট্রাচার্য্য।
বক্তব্য রাখেন – সিলেট জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস তপু, সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট সুশীল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এডভোকেট গঙ্গেশ চন্দ্র দাস, উপদেষ্টা নৃপেন্দ্র কুমার দাস, রমা কান্ত দেব, সিলেট জেলা যুব মহাজোটের এডভোকেট রঞ্জু দেবনাথ, বিপ্লব দাস, বিজয় গোস্বামী, সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার সভাপতি ও সম্পাদক, বালাগঞ্জ উপজেলার – হিন্দুমহাজোট, যুব মহাজোট, ছাত্র মহাজোট ও মহিলা মহাজোটের নেতৃবৃন্দ।
দুপুরে এ উপলক্ষে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোস্তাকুর রহমান মফুর। মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন বালাগঞ্জ হিন্দু মহাজোটের সদস্য ও সনাতন সংঘের সভাপতি ডা. মনিষ চক্রবর্তী।