হজ্বে যাচ্ছেন সিলেট – ৩ আসনের এমপি আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। তিনি সময় স্বল্পতায় অনেককে বলে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করে সবার কাছে দোয়া চেয়েছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে হজ্ব প্রতিনিধি দলের সাথে সৌদি আরবে হজ্ব ব্যবস্থাপনা কাজের তত্ত্বাবধান ও দিক নির্দেশনা প্রদানের জন্য ১০ সদস্যের প্রতিনিধি দলের সাথে সৌদি আরব যাচ্ছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মাহমুদ উস সামাদ চৌধুরী।
আজ ৪ আগস্ট রবিবার তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশত্যাগ করবেন।
তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর দোয়া কামনা করে বলেন- আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। যে বিশেষ দায়িত্ব আমার উপর অর্পণ করা হয়েছে সেটা যেন আমি পালন করতে পারি। আল্লাহ যেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে সুস্থতা দান করেন এবং তাঁর সঠিক ও সুদৃঢ় নেতৃত্বে আমার প্রিয় জন্মভূমিকে সুখী, সমৃদ্ধশালী ও শান্তি দান করেন।
১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হচ্ছেন- বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা, ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মোঃ হাফেজ রুহুল আমীন মাদানী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মহিলা-৪৩ আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ আসাদুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-৩ মোঃ আজিজুর রহমান।