সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের বিভিন্ন আশ্রম পরিদর্শন করলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের ট্রাস্টি  



হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিলেট বিভাগের দায়িত্বরত ট্রাস্টি চন্দন কুমার রায় বালাগঞ্জ উপজেলার বিভিন্ন আশ্রম পরিদর্শন করেছেন। হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও উপজেলা পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে নিয়ে তিনি গত ৩ আগষ্ট (শনিবার) দুপুরে বালাগঞ্জ শ্রীশ্রী মদন মোহন জিউ আশ্রম, শ্রীশ্রী গোপীনাথ জিউ আশ্রম, শ্রী শ্রী গোপাল জিউ আশ্রম, রাধাকোনা শ্রী শ্রী রাধাগোবিন্দ আশ্রম ও চান পুর লোকনাথ বাড়ি পরিদর্শন করেন।

এসময় তাঁহার সাথে ছিলেন – বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক, সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী, সিলেট জেলা পূজা পরিষদের সমাজসেবা সম্পাদক বিজন কুমার ধর, বাংলাদেশ পূজা উদযাপন বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদ্যুন্ম কুমার দত্ত ভানু, বীরেন্দ্র কুমার দাস ছবি, আমেরিকা প্রবাসী গৌড় গোপাল পাল, প্রভাত চন্দ্র রায়, গোপীনাথ আশ্রম কমিটির ভারপ্রাপ্ত সেক্রেটারী নীলমনি ধর, সদস্য পবিত্র চন্দ্র নাথ বাটাবাবু, বিএসকেএস এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক প্রদীপ দেব, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি পাঠক সাগর কৃষ্ণ দাস, গীতা পাঠক অঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক পুলক দাস দুরন্ত, দপ্তর সম্পাদক শ্যামা কান্ত রায়, সমাজসেবী কৃপেষ পাল, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু দেবনাথ, বিএসকেএসর বালাগঞ্জ শাখার সেক্রেটারি মিন্টু দাস,সদস্য জয়ন্ত কুমার ধর, অজয় দাসসহ পূজা পরিষদ ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

তাঁহার এই পরিদর্শনকালে বালাগঞ্জ মদন মোহন আশ্রমের সেবায়েত দ্বিজ হরি দাস বৈঞ্চব, গোপাল জিউ আশ্রমের সেবায়েত অর্ঘ্য ব্রম্মচারী ও গোপীনাথ আশ্রমের সেবায়েত মাধবানন্দ দাস বৈঞ্চব তাঁদের আশ্রমের বিভিন্ন সমস্যা সমূহ তোলে ধরেন। তিনি এইসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!