শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের সড়কে ‘গহরপুর ব্লাড ফাইটার্স’ এর বৃক্ষরোপণ



বালাগঞ্জ উপজেলার নশিওরপুর-উজিয়ালপুর-জনকল্যাণ বাজার সড়কে ৩শ গাছের চারা রোপণ করা হয়েছে। রক্তদানকারী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’র উদ্যোগে গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর) দিনব্যাপী এসব চারা রোপণ করা হয়। সকালে বৃক্ষরোপণ এ কর্মসূচির উদ্বোধন করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘গহরপুর ব্লাড ফাইটার্স’ এর সভাপতি আমিনুর রহমান তুহেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য আহমদ আলী, ‘গহরপুর ব্লাড ফাইটার্স’ এর উপদেষ্টা সদস্য ছালিকুর রহমান, গোলাম মোস্তফা, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সংগঠনের সহসভাপতি শাহ আলম, সুমন আহমদ, শিপু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজমল, সহ সাধারণ সম্পাদক জামিল আহমদ, নাজমুল হোসেন শাহরিয়ার, আহছান আহমদ, অর্থ সম্পাদক গুলজার আহমদ জাকারিয়া, সহ অর্থ সম্পাদক ইমাম উদ্দিন, মোস্তাফিজুর রহমান সায়েম, হাবিবুর রহমান, মারজান মিয়া, প্রচার সম্পাদক ছালেহ আহমদ রাজিব, কামরান আহমদ, শহীদ আহমদ, ছাব্বির আহমদ।

আরো উপস্থিত ছিলেন – সদস্য জুবের সাইফ, ছয়ফুল আহমদ, আশিক আহমদ, ওলিউর রহমান, মোস্তাকিম আহমদ, সাজু আহমদ, জাহাঙ্গীর আলম, ছাদিক আহমদ, মিনহাজ আহমদ, কয়েছ আহমদ, স্বপন আহমদ, সাকিল আহমদ, হাবিবুর রহমান, সাইফুল ইসলাম, মাহিন আহমদ, শাহীন আহমদ, জাকির আহমদ, আজাদুর রহমান আজাদ, সিজু মিয়া প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!