শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিসিবির সামনে সাকিব ভক্তদের বিক্ষোভ



বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে নিষিদ্ধ ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছেন সাকিবভক্ত ও ক্রিকেটপ্রেমীরা। তারা আইসিসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিসিবির দায়িত্বহীনতাকে দায়ী করছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসির বিজ্ঞপ্তি প্রকাশের পরই এ বিক্ষোভ শুরু করেন ক্রিকেট প্রেমীরা। তারা বিসিবি ভবনের সামনে জড়ো হয়ে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে আইসিসির কাছ থেকে সাকিবকে শাস্তি দেয়ার চিঠি পৌঁছে বিসিবির কাছে। চিঠিতে আগামী দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে বিরত থাকতে বলা হয়েছে। তবে সাকিবের দোষ স্বীকার ও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) তদন্তে সহযোগিতা করার জন্য এক বছরের নিষিদ্ধের আদেশ স্থগিত করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!