বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নবগঠিত ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিকে অনুমোদন প্রদানের জন্য দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া ও সাধারণ আব্দুল কাদির খসরুসহ উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞা জানিয়েছেন নবগঠিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছাওর আলী ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান।
এক বিবৃতিতে নবগঠিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেছাওর আলী ও সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান বিগত সম্মেলনে সক্রিয় উপস্থিতি এবং সমর্থনের জন্য স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন। নেতৃবৃন্দ তাদের যথাযথ দায়িত্বপালনের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেছেন।