প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের দ্বি-বার্ষিক সাধারণ সভা পূর্ব লণ্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চেয়ারপারসন রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরুর পরিচালনায় গত সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সভায় ঐতিহ্যবাহী এই ট্রাস্টের বিগত দুই বছরের কর্মকাণ্ডের ভিত্তিতে সাধারণ সম্পাদকের দ্বিবার্ষিক রিপোর্ট এবং ট্রেজারারের আর্থিক রিপোর্ট পেশ করা হয়।
প্রায় তেরো কোটি টাকার তহবিল এবং সাড়ে তিন হাজার ট্রাস্টি নিয়ে গঠিত যুক্তরাজ্যের প্রাচীন ও বৃহত্তম এই সংগঠনের বর্তমান কর্মকাণ্ডের মূল্যায়ণের পাশাপাশি উক্ত সভায় ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বিপুল সংখ্যক ট্রাস্টির উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির সভাপতি জনাব সফিক উল্লাহ মিসলু, বাংলাদেশ থেকে আগত অতিথি জনাব আজিজুর রহমান লকুস, ট্রাস্টের ট্রেজারার মো. আনসার মিয়া, সম্মানিত ট্রাস্টি বীর মুক্তিযাদ্ধা আজিজুল কামাল, মো. আনহার মিয়া, গোলাম কিবরিয়া, নেসার আলী সমসু, হারুনূর রশিদ চৌধুরী, মশিউর রহমান মসনু, মোহাম্মদ সাদ মিয়া, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, এম এ কাইয়ুম, মো. আব্দুল কুদ্দুস, আব্দুল হেলাল সেলিম চৌধুরী, মামুন কবির চৌধুরী, বদরুজ্জামান চৌধুরী, এম এ হান্নান, বশির মিয়া, ফয়জুর রহমান ফয়েজ, সার্জন খান, মোতাহির আলী সুহেল, বাবুল খান, আহবাবুর রহমান মিরন, মতিউর রহমান শাহীন, আখতার হোসেন বাবলু, সরওয়ার আলম, রুহিন আহমদ, সাহেল তফাদার সহ আরও অনেকে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সংগঠনের সহসভাপতি আনসার মিয়া, সাংগঠনিক সম্পাদক আলীম আল রাজি জামাল, মেম্বারশীপ সেক্রাটারি বাহার উদ্দিন, ইসি মেম্বার বাবলা আহমদ লেবু, মো. আসক আলী, মতিউর রহমান, খালেদ আহমদ, আতিকুর রহমান বজলু প্রমুখ।