রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সবুজ লতার মায়া।। মির্জা আয়েশা সিদ্দিকা ত্বাহা



মির্জা আয়েশা সিদ্দিকা ত্বাহা

মাঠে মাঠে ঘিরে আছে
সবুজ শ্যামল বন
সেই খানেতে ছুটে যেতে
কাঁদে আমার মন।

বাসার ছাদে বসে দেখি
রূপসী এক বিল
জলের উপর উড়ে বেড়ায়
বক পাখি আর চিল।

বিলের বুকে ফুটে আছে
শাপলা শালুক ফুল
ঢেউয়ের সাথে কলমি লতা
খেতে থাকে দুল।

রোদের আলো ঝিকিমিকি
হাওয়ার সাথে বয়
নুয়ে পরা ধানের ক্ষেতে
মিষ্টি কথা কয় ।

মায়াবী এই লতা পাতার
মধুমাখা রুপ
তাদের সাথে খেলতে আমার
ইচ্ছে করে খুব ।

মির্জা আয়েশা সিদ্দিকা ত্বাহা, বিয়াম ল্যাবরেটরি স্কুল সুনামগঞ্জ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!