কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে সিলেট ৩ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। সোমবার (৭ জুন) বিকেলে রাজধানীর ধানমন্ডীস্থ দলীয় সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের পক্ষে এ মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন – তাঁর মেয়ে মুনতাহা আহমেদ মিসবাহ, ছেলে সাবিয়ান আহমেদ মিসবাহ , সিলেট জেলা পরিষদ সদস্য ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক লোকন মিয়া, দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ সামছুল ইসলাম, এটিএন বাংলা ইউকের সিলেট প্রতিনিধি শফি ইসলাম, সিলেট জেলার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলামসহ দলীয় নেত্রীবৃন্দ।