ফেঞ্চুগঞ্জের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘জায়ান’ ইসলামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে করোনাকালে অসহায় মানুষ ও দরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
১৯ জুলাই সোমবার ফেঞ্চুগঞ্জ গ্রীন ভিউ পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা হারুনুর রশীদের সভাপতিত্বে ও উপদেষ্টা সৈয়দ মওদুদ আহমেদ আদিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সংগঠনের উপদেষ্টা আবু সাঈদ মো. সেলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মো. শাহ নেওয়াজ, উপদেষ্টা শফি আহমদ, সদস্য জামিল আহমদ, এনামুল ইসলাম মুন্না ও আব্দুল হামিদ।
অনুষ্ঠানে মোট ৫০ জনকে ঈদের উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি