বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের নির্বাচনে ৪র্থ বারের মত চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সৌদি আরব প্রবাসী লিটন মিয়ার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। গত রোববার (১৪ নভেম্বর) চেয়ারম্যান মো. আনহার মিয়ার চান্দাইপাড়াস্থ বাড়িতে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালিক রুনু, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, ওসমানীনগর উপজেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক ডা. এনামুল হক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।