ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর (খাইশাপাড়া) গ্রামের প্রবীণ মুরুব্বি সদ্য প্রয়াত মো. লাল মিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে মরহুমের পারিবারিক উদ্যোগে তাদের নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে অন্যদের মধ্যে শরিক হন- ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসটিএম ফখরউদ্দিন, ইউপি সদস্য আফরুজুল হক, খাগদিওর ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম চৌধুরী লয়লা, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান তারন, মোকাম্মিল আলী, সমাজকর্মী আবরার মোস্তফা খান, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, যুক্তরাজ্যের বার্মিহাম যুবদলের সভাপতি মোদাচ্ছির আহমদ, ওসমানীনগর উপজেলা বিএনপির সদস্য রায়হান চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, আনহার আহমদ, আকিক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা যুবদল নেতা মনসুর চৌধুরী, মুকিত মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নোমান আহমদ লস্কর প্রমুখ।
উল্লেখ্য, প্রবীণ মুরুব্বি শতায়ু মো. লাল মিয়া গত ১৭ নভেম্বর রাত ১১টা ২০মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন বৃহস্পতিবার ১৮নভেম্বর বিকাল ২টায় খাগদিওর শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি ২ছেলে, ৪মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ১শ ৩০বছর (তার নিজের দেয়া ভাষ্যমতে)।