দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নে স্থানীয় এলাকাবাসীর অর্থায়নে পরিচালিত বড়চক উচ্চ বিদ্যালয়ে ডা. মাহমুদ আলী মাস্টার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে ২০হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী সমাজকর্মী উবায়দুর রহমান মাছুমের পক্ষ থেকে বুধবার (০৬ এপ্রিল) বিকালে বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে এ অনুদান প্রদান করা হয়। অনুদান হস্তান্তর করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল খাঁন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. মফিজ আলী, সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, প্রবীণ মুরুব্বি মস্তাব আলী, বিদ্যালয়ের শিক্ষক সাইদুর রহমান ও আল আমিন উপস্থিত ছিলেন।