আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বালাগঞ্জ হাজী ইয়ারিছ মিয়া এন্ড পিয়ারা বেগম শিক্ষা ট্রাস্টের পক্ষ থেকে ২শ ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত, অস্বচ্ছল পরিবারদের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় জনকল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা, প্রবীণ মুরুব্বি হাজী ইয়ারিছ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও হাজী ইয়ারিছ মিয়া এন্ড পিয়ারা বেগম শিক্ষা ট্রাস্টের সদস্য সচিব সামস উদ্দিন সামস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য শামীম আহমদ, আশিকুর রহমান আশিক, আওয়ামী লীগ নেতা মো. চুনু মিয়া, শহিদ মিয়া, সৈদুর রহমান, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান, ছাত্রলীগ নেতা শামীম আহমদ, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ, হাজী ইয়ারিছ মিয়া এন্ড পিয়ারা বেগম শিক্ষা ট্রাস্টের ট্রাস্টি নাসির উদ্দিন রহিম, কমর উদ্দিন কমরু প্রমুখ।