রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

আব্দুর রশীদ লুলু

ইতিহাসে স্মরণীয় দিন ও ঘটনা-২



— ২৩ অক্টোবর ১৯২৩ – দেশবন্ধু খ্যাত চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।
— ১৩ এপ্রিল ১৯৯৭ – আইসিসি ক্রিকেটে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
— ১৩ এপ্রিল ১৭৭২ – ওয়ারেন হেস্টিং বাংলার গভর্ণর নিযুক্ত হন।
— ১৩ এপ্রিল ১৯১৯ – প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি ও জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
— ০২ নভেম্বর ১৮৭৬ – কেশবচন্দ্র সেনের উদ্যোগে ‘ইন্ডিয়ান রিফর্মার অ্যাসোসিয়েশন’ (ভারত সংস্কার সভা) স্থাপিত হয়।
— ১৭ এপ্রিল ১৮৯৯ – কোলকাতায় প্রথম বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।
— ২৩ সেপ্টেম্বর ১৮৩৩ – নিউইয়র্কে ‘ডেইলি সান’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।
— ০৩ অক্টোবর ১৯৪৫ – বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠিত হয়।
— ০১ এপ্রিল ১৮৭৮ – কোলকাতা জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
— ০১ এপ্রিল ১৯১২ – ভারতের রাজধানী কোলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়।
— ১৮ মার্চ ১৭৮৬ – কোলকাতায় ব্যবসায়ীদের উদ্যোগে ‘জেনারেল ব্যাংক অব ইন্ডিয়া’ স্থাপিত হয়।
— ০৮ ফেব্রুয়ারি ১৯৪১ – ত্রিশ বছর প্রবাসে থাকার পর হো-চি-মিন ভিয়েতনামে আসেন।
— ০৭ এপ্রিল ১৯৪৮ – বিশ্বস্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়।
— ০৭ এপ্রিল ১৯৭৩ – বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
— ২১ মার্চ ১৮৩৬ – কোলকাতায় প্রথম গ্রন্থাগার স্থাপিত হয়।
— ২১ মার্চ ১৯৬৫ – মার্টিন লুথার কিং নাগরিক অধিকার মার্চ শুরু করেন।
— ১০ এপ্রিল ১৯৭১ – মেহেরপুর (মুজিবনগর)-এ বাংলাদেশের স্বাধীনতা সনদ ঘোষিত হয়।
— ১০ এপ্রিল ১৯৭২ – বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
— ০১ এপ্রিল ১৯৪২ – ভারতের কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ প্রকাশিত হয়।
— ১৩ মে ১৯৯১ – নেপালে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।
— ২৩ সেপ্টেম্বর ১৮৪৬ – ইয়োহান গেইল নেপচুন গ্রহ আবিস্কার করেন।
— ০৩ অক্টোবর ১৯৫৮ – ইংল্যান্ড প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
— ০১ এপ্রিল ১৯৩৯ – স্পেনের গৃহযুদ্ধের অবসান ঘটে।
— ০১ এপ্রিল ১৯৭৯ – ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায়।
— ১৮ মার্চ ১৮০০ – শ্রীরামপুর মিশনে বাংলা ভাষার প্রথম বই ‘সমাচার’ প্রকাশিত হয়।
— ২৬ এপ্রিল ১৯৫২ – পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত হয়।
— ০৮ ফেব্রুয়ারি ১৭২৫ – ক্যাথিরিন রাশিয়ার রাণী হন।
— ০৭ এপ্রিল ১৯৮২ – মেক্সিকোয় চিকোনল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে প্রায় দশ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
— ২১ মার্চ ১৭৯১ – ব্রিটিশ সেনাবাহিনী টিপু সুলতানের কাছ থেকে ব্যাঙ্গালোর দখল করে নেয়।
— ১০ জুন ১৯৭২ – ভারতের প্রথম তাপানুকূল যাত্রীবাহী জাহাজ ‘হর্ষবর্ধন’ সমুদ্র যাত্রা করে।
— ১০ জুন ১৯৯১ – উপসাগরীয় যুদ্ধে ইরাকের বিরুদ্ধে ‘অপারেশন মরুঝড়ে’ মার্কিন বাহিনী বিজয় লাভ করে।
— ১৮ এপ্রিল ১৯৪৬ – হেগে আন্তর্জাতিক বিচারালয় প্রতিষ্ঠিত হয়।
— ১৮ এপ্রিল ১৯৮০ – জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।
— ১৩ মে ১৬৪৮ – মুঘল সম্রাট শাহ্জাহান দিল্লিতে লাল কেল্লা নির্মাণের কাজ শুরু করেন।
— ১৩ মে ১৮৪৬ – মেক্সিকোর বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করে।
— ১৪ এপ্রিল ১৯৫৮ – দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের প্রথম মহিলা মেয়র (অরুণা আসফ আলি) নির্বাচিত হন।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা), সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন