প্রবাসীদের সমস্যা নিয়ে লণ্ডনে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর পূর্ব লণ্ডনের সোনারগাঁ রেস্টুরেন্ট এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে যে সব বিষয় নিয়ে আলোচনা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে – জরুরী ভিত্তিতে প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন, প্রবাসীদের এনআইডি প্রদানের কাজ দ্রুতকরণ, নো ভিসা স্টাম্প রিকুয়ারম্যান্ট এবং পাওয়ার অফ অ্যাটর্নী আগের মত প্রদান, পাসপোর্ট পেতে বিলম্ব রহিতকরণ ও বিমানের আকাশচুম্বি ভাড়া স্থগিতকরণ ইত্যাদি।
এইচ আর পি বি ইউকে প্রেসিডেন্ট সাংবাদিক রহমত আলীর সভাপতিত্বেসংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের জেনারেল সেক্রেটারি সাবেক স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, সংগঠনের সভাপতি মোঃ রহমত আলী, জেনারেল সেক্রেটারী কাউন্সিলার আয়াছ মিয়া ও লিগ্যাল সেক্রেটারি সলিসিটর নাবিলা রফিক। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আবুল হোসেন, ট্রেজারার মাওলানা রফিক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ট্রেজারার মোঃ আব্দুল হান্নান, সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ মুদাব্বির হোসেন মধু মিয়া, কাউন্সিলর মোহাম্মদ ওসমান গনি, বিশিষ্ট কমিউনিটি নেতা সুরুজ্জামান চৌধুরী, সাংবাদিক আব্বাস উজ্জামান, আবু আকমা সবুর ও আবুল কাশেম প্রমুখ।