শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বৃটেন সফররত এমপি হাবিবুর রহমানকে বার্মিংহামে নাগরিক সংবর্ধনা প্রদান



বৃটেন সফররত সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃটেনের বার্মিংহামে দক্ষিণ সুরমা,বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ঐক্য পরিষদের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহীথের বিয়া লাউঞ্জে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বার্মিংহামে বসবাসরত তাঁর নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক প্রবাসীসহ কমিউনিটির নেতৃবৃন্দরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহবায়ক সাবেক চেয়ারম্যান তারা মিয়া।

বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমদ ও ঐক্য পরিষদের যুগ্ম সচিব মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়াজ্জামান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ড: মিসবাউর রহমান মিসবা।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আজির উদ্দিন, মিডল্যান্ডস যুবলীগের সভাপতি হিফজুর রহমান খান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মখদ্দছ আলী, কাউন্সিলর সাদেক মিয়া শামসু, সাইদুজ্জামান চৌধুরী সাইদ, আবুল হোসেইন, আব্দুল বারী আজাদ, নাসির আহমেদ প্রমুখ।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!