শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন শিক্ষককে সম্মাননা প্রদান



বালাগঞ্জ উপজেলার শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩জন গুণী শিক্ষককে সম্মাননা প্রদান করা হয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত গোলাম মোস্তফা চৌধুরী এবং সহকারী শিক্ষক প্রয়াত আব্দুছ ছোবহানকে মরনোত্তর সম্মাননা প্রদানের পাশাপাশি সদ্য অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক সুলতানা পারভিনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

এলাকাবাসী ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে এ উপলক্ষে বুধবার(৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকীব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জয়নুল ইসলাম চৌধুরী।

প্রধান শিক্ষক মো. রুহুল আমিন এবং সহকারী শিক্ষক সুলতান আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার দাশ, দেওয়ানবাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এম.এ মালেক, ইউপি সদস্য রোকেয়া খাতুন, সাবেক ইউপি সদস্য নেছাওর আলী, মাওলানা আজমান আলী, আইয়ুব উল্লাহ, প্রধান শিক্ষক নুরুর রহমান চৌধুরী, মো. শামসুল আলম, স্বপন কুমার ভট্টাচার্য, মো. দুদু মিয়া, মো. শাহিনুল কবির, কামরুল ইসলাম খান, জুনেদ আহমদ, মশহুদ আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল করিম তালুকদার, বিশিষ্ট মুরুব্বি আব্দুল ওয়াহিদ, আনা মিয়া, তজমুল আলী, সমাজকর্মী আসলাম খান, তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এস.এম হেলাল, এসএমসি সদস্য এনামুল হক, ফজর আলী, প্রাক্তন শিক্ষার্থী মোস্তফা খান, সামসুল খান, জুবায়ের আহমদ খান, আফজল খান, আলাউদ্দিন, আব্দুল জলিল, আবু বক্কর জাকারিয়া, কয়েস আহমদ প্রমুখ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন – আহমেদ সাদী রুম্মান। মানপত্র পাঠ করেন স্বাস্থ্য সহকারী সুহেল আহমদ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয়। সর্বশেষে মোনাজাত পরিচালনা করেন জামিয়ার গহরপুর এর মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান কলুমার (হুজুর)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন