সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিনির্মানে উচ্চ শিক্ষার কোন বিকল্প নেই। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে এমপিও ভুক্তির মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শিক্ষা প্রতিষ্টান গুলোর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়েছেন।
তিনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে অর্জনকৃত মেধা দেশের উন্নয়নের কাজে লাগানোর তাগিদ প্রদান করে সিলেটের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিসহ সিলেটের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। এসময় তিনি আব্দুল মতিন মহিলা একাডেমিতে অচিরেই একটি সায়েন্সল্যাবের ব্যবস্থা করে দেওয়া আশ্বাস দেন এবং পরবর্তীতে একাডেমিতে একটি ভবন নির্মাণের ঘোষণা প্রদান করেন।
এমপি হাবিবুর রহমান হাবিব রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমিতে তাঁকে দেয়া সংবর্ধনা ও বিশিষ্ট শিক্ষানুরাগী স্কটল্যান্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ‘শাহনূর চৌধুরী মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমি পরিচালনা কমিটির সভাপতি মো. গোলাম মোস্তফা। লামিসা রহমান নাকিবা ও তানজিনা জান্নাতের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন – একাডেমির প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিন, যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও বালাগঞ্জ-ওসমানী নগর গরীর কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি কলিম উল্লাহ বকুল, শিক্ষানুরাগী স্পেন প্রবাসী আতাউর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আবুল মনসুর চৌধুরী, সিলেট জেলা পরিষদ সদস্য নাসির উদ্দিন, সদ্য সাবেক সদস্য লোকন মিয়া, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, নর্থইস্ট বালাগঞ্জ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, আব্দুল মতিন মহিলা একাডেমির প্রধান শিক্ষক ফখরুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মো. দুদু মিয়া, মো. দিলু মিয়া, ময়নুল ইসলাম সালেহ, হাজী সাইস্তা মিয়া, ইসরাক আলী, মো. চুনু মিয়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, শ্রমিক নেতা আব্দুল জলিল, উপজেলা যুবলীগ নেতা আব্দুস শাহাদাত রোকন, কয়েস আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি কয়সুল আলম কয়েস, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, আওয়ামী লীগ নেতা সুহেল বারী, লাল মিয়া, শামীম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে সম্মাননা ক্রেষ্ঠ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে অনুষ্টানের প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব আব্দুল মতিন মহিলা একাডেমির ১২ জন শিক্ষার্থীর হাতে “শাহনূর চৌধুরী মেধা বৃত্তি” তুলে দেন।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী সুমাইয়া বেগম। মানপত্র পাঠ করেন মাহিয়া জাহান সুমা।