রয়েল এডোকেয়ার রাইজ স্কুল এন্ড কলেজ সিলেট থেকে ক্যামব্রীজ বিশ্ববিদ্যালয়ের অধীনে এ লেভেল পরীক্ষায় এ গ্রেড অর্জনকারী মুদাব্বির আহমদ রিহান কানাডার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পেয়েছেন।
রিহান বালাগঞ্জ উপজেলার ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় এবং ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের অন্যতম সদস্য, উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি সিলেট জেলা শাখার সভাপতি, গহরপুর এর শিওরখাল বড়জমাত গ্রামের খালেদ আহমদের পুত্র। এবং দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মরহুম মাহমুদ আলীর নাতি। রিহান আগামী ৩১ ডিসেম্বর ইউনিভার্সিটি অফ ম্যানিটোবায় মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণে কানাডার উদ্দেশ্য রওনা হবে।
জানা যায়, কানাডার অন্যতম স্বনামধন্য ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বিশ্বব্যাপী সমাদৃত। এই প্রতিষ্ঠানের শিক্ষাব্যবস্থা তাত্ত্বিক দক্ষতার পাশাপাশি প্রায়োগিক অভিজ্ঞতাকে সমানভাবে গুরুত্ব দেওয়া হয়।
এদিকে আলাপকালে, ছেলের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে রিহানের পিতা খালেদ আহমদ সবার দুয়া চেয়েছেন।