ইংল্যণ্ডের বিপক্ষে আগামী ১ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গতকাল বৃহস্পতিবার প্রথম দুই ওয়ানডের দল ঘোষণাকরেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করার পুরস্কার পেয়েছেন সিলেট স্ট্রাইকার্সেরহয়ে খেলা তৌহিদ হৃদয়। বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও ইয়াসিরআলী রাব্বি। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন তামিম ইকবাল। তাইজুলও ফিরেছেন প্রথম ওয়ানডের দলে।
ওয়ানডে দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।