বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের বিরুদ্ধে উত্তরাধিকার ( ওয়ারিশান) সনদ প্রদানে টাকা নেওয়াসহ নানা হয়রানির অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গত ৯ সেপ্টেম্বর লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নের ভুক্তভোগী ৪নং ওয়ার্ডের তেঘরিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হেলাল মিয়া।
অভিযোগ থেকে জানা যায়, মোহাম্মদ হেলাল মিয়া পারিবারিক প্রয়োজনে চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের কাছে গত ২ জুলাই উত্তরাধিকার সনদের জন্য আবেদন করেন। কিন্তু দীর্ঘ ২ মাস ধরে চেয়ারম্যান সনদ না দিয়ে বিভিন্ন টালবাহানা করে আসছেন। এমনকি সনদের জন্য চেয়ারম্যান আব্দুর রহমান মাখন হেলান মিয়ার কাছে উৎকোচ দাবি করেছেন। শুধু তিনি নন, তাঁর মতো অনেকেই এ রকম হয়রানির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
অভিযোগকারী হেলাল বলেন, বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি খারিজ করার জন্য আমাদের উত্তরাধিকার সনদের প্রয়োজন হলে আমি অনেকবার চেয়ারম্যানের কাছে গিয়েছি কিন্তু তিনি আমাদের সনদ দেননি বিভিন্ন টালবাহানা করেই আসছেন।
এ বিষয়ে ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুজেফর আলী জানান, ভুক্তভোগী হেলাল মিয়া তাঁর পরিবারের সব সদস্যের শনাক্তকরণ কাগজপত্র সংযুক্ত করে উত্তরাধিকার সনদের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেছেন। আমিও লিখিতভাবে সুপারিশ করেছি। হয়তোবা নামের আগে শেখ থাকার কারণে চেয়াম্যান উত্তরাধিকার সনদ দিচ্ছেন না। তবে ভোটার আইডি ও জন্ম নিবন্ধনে তাদের নামের সাথে শেখ সংযুক্ত আছে।
অভিযোগের বিষয়ে পশ্চিম গৌরীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মাখনের সাথে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে বলেন – অফিসে আসেন, অভিযোগের ব্যাপারটা নিয়ে কথা হবে, এই বলে ফোন কেটে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।