হাওর-বাওর-প্লাবন ভূমি ও নদী-নালা বেষ্টিত বাংলাদেশের মৎস্য সম্পদ উন্নয়নে ব্যাপক গণ জাগৃতি সৃষ্টির প্রত্যয়ে “স্বয়ং সম্পুর্ন মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বালাগঞ্জে মৎস্য সপ্তাহ-২০১৮ উপলক্ষে র্যালি,পোনা অবমুক্তি, উদ্ভোধনী অনুষ্টান ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ জুলাই) বিপুল সংখ্যক মৎস্যজীবি ও মৎস্য চাষীদের অংশগ্রহনে বর্ণাঢ্য একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিন শেষে সকাল ১১.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্তির পর উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল হক এর সভাপতিত্বে মৎস্য অফিসের সহকারী মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক এর সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআআন তেলাওয়াত করেন স্থানীয় মৎস্য সম্প্রসারনকারী আশিকুর রহমান, গীতা পাঠ করেন মৎস্যচাষী পাভেল দাশ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবদাল মিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুমন চন্দ্র দাশ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেফা বেগম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ সদর ইউ/পির সাবেক চেয়ারম্যান এম এ মতিন, বালাগঞ্জ ইউ/পি চেয়ারম্যান মোঃ আব্দুল মুনিম, সূচনা প্রকল্পের বালাগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর ইমদাদুল হক, সাংবাদিক রজত দাশ ভূলন, জিল্লুর রহমান জিলু প্রমুখ।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী ও মৎস্যজীবি সংগঠনের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।