গত ২২ মে (বুধবার) বালাগঞ্জ উপজেলার হামছাপুরে জনাব ফখরুল ইসলামের বাড়িতে খেলাফত মজলিস পূর্ব পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আতাউর রহমানের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারি জনাব ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ। বিশেষ অতিথি ছিলেন, সংঠনের বালাগঞ্জ উপজেলার সহ-সেক্রেটারি মাওলানা মিসবাহ উদ্দিন মিসলু ও গিয়াস উদ্দিন নোমান। উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী সদস্য মাওলানা ফারুক আহমদ ও বালাগঞ্জ সদর ইউনিয়নের সহ সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ বেলাল প্রমুখ।